Site icon BhaloBhasa

জয়ন্ত সরকারের কবিতা

যোগ

তোমাকে জুড়েছি।

সাবলীল জুড়ে গেছি
পৃথিবীর সমস্ত সড়ক।

পার হয়ে বুঝলাম
হৃদয় উজাড় করা কতটা কঠিন।

*

বিয়োগ

আমার মিথ্যেগুলো ঝুলছে গাছে
তোমার মিথ্যেগুলো ঝুলছে গাছে

আমাদের সন্তান ঝরাপাতাদের
কুড়িয়ে নিচ্ছে খেলাচ্ছলে

*

গুণ

এ আমার তমসাবিস্তার।

গুণিতকের ভাবনায়
দেখি
সময়ের অনেক ওপর দিয়ে চলছে
আমাদের শব্দরা…

*

ভাগ

হারায় না কিছুই।

ভাসমান মেঘে
অনুক্ত কথারা
জমে নদী হয়

সব নদী চরাচর হতে জানে

চিত্রণ: চিন্ময় মুখোপাধ্যায়