Site icon BhaloBhasa

দীপঙ্কর বাগচীর দুটি কবিতা

ছেলেবেলা

তোমার গায়ের গন্ধে ভেসে ওঠে
বালকবেলার কথা…
রথের মেলায় দেখা
পাঁপড় বিক্রেতা—

কত রাত ঘুম ভেঙে, ঘুমের ভিতর
জেগে উঠে…
খুঁজেছি সে মেয়েটির হাত

এ জীবনে কেন আর, তার সাথে
হল না সাক্ষাৎ

*

আলো

কচুরিপানার দেশে, এসে গেছি অবশেষে
ভাঙা বাড়িটার আলো
বলেছিলে সব ভাল
কোন পথে তোমাকে হারাই—

আমার তো কিছু নাই, অন্ধকার বনে তাই
একা একা ঘুরে গেছি
সব কিছু মিছিমিছি
বাতাসের দোলা লেগে, এসেছে সবাই

যত ভাবি এলোমেলো, কুয়াশায় কারা এল
ঝোড়ো হাওয়া বুকে নিয়ে
এপাড়া ওপাড়া দিয়ে
উড়ে যায় টিন ছাদ, দ্যাখো সাঁই সাঁই

তুমি বলেছিলে লেখো, খানিকটা আড়াল রেখো
বলো বাগদেবী আমি, তোমাকেই চাই
আজ সন্ধ্যাকালে এসে
মিশে গেল কারা শেষে

কচুরিপানার দেশে, হল এক ঠাঁই…

চিত্রণ: চিন্ময় মুখোপাধ্যায়