Site icon BhaloBhasa

শৌভিক আদকের কবিতা

চ্যাপলিন ও আমি

মেকআপ তুলতে তুলতে
চ্যাপলিন তাকাল আয়নার দিকে
যে মুখ কখনও কেউ দেখতে চায়নি
সে মুখ বারবার দেখেছে চ্যাপলিন

পৃথিবীতে আয়নার চেয়ে আপন কেউ নেই

সব হাসির গল্পেই
একটা গভীর কান্না লুকিয়ে থাকে
কিন্তু আমরা এতটাই অন্ধ যে
খালিচোখে তা দেখতে পাই না
চশমা পরতে হয় আমাদের

‘তোর সব ছবিতে দাঁত বেরিয়ে থাকে কেন?’
এমন প্রশ্নের জবাবে
চ্যাপলিনের হাতে ধরিয়ে দিলাম সাদা রং

গঙ্গার পাড়ে বসে
যখন মৃত্যুর কথা ভাবছিলাম
চ্যাপলিন এসে বসেছিল পাশে
বলেছিল—
পৃথিবীতে কোনও কিছুই স্থায়ী নয়
এমনকি তোমার দুঃখগুলোও

চ্যাপলিন
তার লাল ক্ষতগুলো
সাদা রঙে ঢেকে নিয়েছে বারবার

দর্শক আসনে বসে, আমি
সেই বন্দি ক্ষতগুলোর হাহাকার শুনেছি

ভাতের গন্ধের বর্ণনা করতে গিয়ে
চ্যাপলিনের লাঠি
বারবার স্লিপ খেয়েছে

আমি তারাভরা রাতে
দেখেছি বিদ্যুতের চমক

চ্যাপলিনের মুখে যারা সেলোটেপ এঁটে দিয়েছিল
তারা আসলে জানত না
চ্যাপলিনের সারা শরীরে
তারা ভাষা দিয়ে যাচ্ছে

নিঃস্ব হয়ে যাবার পর
চ্যাপলিন চেয়েছিল একটু কাঁদতে
ডিরেক্টর চেঁচিয়ে উঠল— ‘রিটেক! রিটেক!
একটু হাসি চাই চ্যাপলিন!’

দর্শকদের হাততালি বেজে উঠল কানে

চিত্রণ: মুনির হোসেন