Site icon BhaloBhasa

মন্দাক্রান্তা সেনের কবিতা

অধিকার নেব কেড়ে

(SSC-র প্রতারিত চাকরিপ্রার্থীদের জন্য)

অত্যাচারের নেই শেষ
পথে বসে থাকা হয়ে গেল বুঝি অভ্যেস

তলে তলে কার শাসকেরা সাথে সখ্য
কে নিয়েছে কার পক্ষ

এভাবে হবে না কিচ্ছু
শাসক তো নয় জনকল্যাণে‌ ইচ্ছুক

তরুণ! তরুণী, পরস্পরের সঙ্গী
দেখাও তোমরা হতে পারো কত জঙ্গি

মারো হে ধাক্কা অচলায়তনে সপাটে
রক্ত মাখাও চোদ্দতলার কপাটে

কাঁচা ঘুম ভেঙে‌‌ শাসক বলবে— কে রে!
মানুষ জেগেছে অধিকার নিতে কেড়ে

চিত্রণ: চিন্ময় মুখোপাধ্যায়