Site icon BhaloBhasa

অর্পিতা কুণ্ডুর কবিতা

শারদীয়

পঞ্চম তাই, কেবলই ডাকিনি মোহে
অক্ষরে রূপ কেবলই করেছি যোগ
লিখেছি বর্ণ স্বর্ণময়ীর হাতে
অস্থি মজ্জা পাঁজরের অভিঘাত
যেন বিন্দুতে ঘুরে ঘুরে আসে রেখা
জমা পড়ে যায় নিরাহারী ম্লান মুখ
যেন দূর পথে সন্ধে নামার রেশ
থেমে যায় বাঁকে, অতীতহারার চোখে
ধাঁধা লাগে যেন পঞ্চমে-সপ্তমে
যেন বনভূমি পূর্ণ পদক্ষেপে
ডেকে আনে আর সহসাই আশ্বিন
খেদ থেকে খেদে ভরে দেয়
পূর্ণতা…

চিত্রণ: চিন্ময় মুখোপাধ্যায়