Site icon BhaloBhasa

দিবাকর পুরকায়স্থর গুচ্ছকবিতা

পাঁচ প্রেম

পূর্বরাগ

শিশির ভেজা ঘাসের ডগায় আলো ছড়াল
ঈদের চাঁদ
বুড়োশিবতলা মোড়ে
আগুন লেগে পুড়ে গেল এই একচালা ঘর
সব হারানো আমাকে পুরো গ্রাস করে নিল
এক অপরূপ ঝলমলে ঈদের চাঁদ।

*

অনুরাগ

তিরতির করে কাঁপছে জলের উপর আধখানা
হলুদ চাঁদ
কাঁপে ভৈরবের জল‌,
আর কুলুকুলু করে বয়ে চলেছে
নীচের দিকে মিলনের আকাঙ্ক্ষায়
দূরে, বহুদূরে ঝলমল করছে ঈদের চাঁদ।

*

ভাবোল্লাস

আকাশের দিকে তাকিয়ে থাকি সারারাত শুধু
তোমাকে দেখব বলে
তোমার আগুনরাঙা রূপের আলোয়
পুড়ে ছাই হই আমি রোজ
এক নতুন আশায় বুক বাঁধি, আবার
নতুন‌ প্রতিশ্রুতি।

*

আক্ষেপানুরাগ

নদীর পাড়ের ভেজা মাটি ধরে সোজা হাঁটা দিই
অজানার দিকে
গনগনে গরম রোদের‌ তাপ চারপাশে
নেই কোথাও তোমার শান্ত আলো
তবে কেন‌ রাতের আকাশ‌ মেঘে ঢাকা
কেন‌ নেই কোথাও ঈদের চাঁদ?

*

অভিসার ও বিপ্রলব্ধা

আজ রাতে হেঁটে পৌঁছে গেলাম সংকেতে আমাদের
অল্প দূরে টলটল করে
কপোতাক্ষ, আর
জলের উপর‌ হলুদ ঈদের চাঁদ
দূরে রাতজাগা পাখি ডাকে ‘পিয়া পিয়া’
রাত কেটে গেল
চাঁদ ডুবে গেল‌
পিয়া মিলন হল না।

চিত্রণ: চিন্ময় মুখোপাধ্যায়