Site icon BhaloBhasa

সবর্ণা চট্টোপাধ্যায়ের কবিতা

আমি এমন এক

কত ইচ্ছের ভেতর
এ সাগর এ পাহাড়,
গহনে বুনো বনফায়ার
তাঁবু ছিঁড়ে বেরিয়ে আসা আলো
‘কখনও পা রাখি একসাথে’
কুয়াশার মাঝে অসংখ্য অচেনা গাছ,
‘মুঠো খুলে গন্ধ মেখে নাও’
ঝাঁপ দেয় টিয়াপাখি এডালে ওডালে
সূর্য ডুবলে তারপর ঘরে ফেরা
তোমারই মতো ক্লান্ত কিন্তু দিশেহারা নয়,
‘হাসো না কেন অমন আগের মতো’
নিজেরই অচেনা হারানো মুখ—
শুধু আমি এমন এক, বারবার টেনে নিয়ে আসি
খাদের চোরামুখ থেকে!

চিত্রণ: চিন্ময় মুখোপাধ্যায়