Site icon BhaloBhasa

নুশান জান্নাত চৌধুরীর কবিতা

একদিন দুম করে

যেদিন প্রথম মেঘের মতো উড়তে শিখেছিলাম,
তাড়াহুড়ো করিনি
অসহায় ঠেকেছি নিজের কাছেই
তবু অনায়াসে দ্বীপ ঘেঁষে উড়ে গেছি দ্বীপান্তরে

যেদিন তোমারই আলিঙ্গনে নোঙ্গর বেঁধে
মাটি ভেদ করে কোমল অঙ্কুরের মতো বেড়ে উঠতে উঠতে
বেহেশতের দিকে আমার ডালপালা বাড়িয়ে দিয়েছিলাম,
তাড়াহুড়ো করিনি

যেদিন ঘোলাটে নদীর মতো পর্বত উপত্যকা পেরিয়ে
দিগন্তের দিকে ধাবিত হতে হতে
আমার গতিপথ খোদাই করেছিলাম,
তাড়াহুড়ো করিনি কোনও

তারপর একদিন দুম করে
মানুষের মাঝে এসে দেখি
আমার সকল বস্তুগত প্রাচুর্য্য
আমারই আত্মার দারিদ্রের মুখোশ

সেই থেকে তাড়াহুড়ো শিখে গেলাম

চিত্রণ: চিন্ময় মুখোপাধ্যায়