জাড্য
এই যে বসে আছি,
এই যে থেমে আছি জাড্যে
আমরা ভাবব না,
টান যে পড়ে গেছে খাদ্যে?
খাদ্য নেই আর চাকরি নেই
আর শিক্ষা নেই
যুদ্ধ আমাদের করতে হবে শুরু
এইখানেই
চতুর্দিকে এত দুর্নীতি গো
এত দুর্নীতি
আমরা ভেসে গেছি,
তবুও দ্যাখো ওই ঘূর্ণিটি
ওখানে ডোবাবই শাসক
তোমাদের নৌবহর
ছিনিয়ে নেব আজ
তোমার কবলে যে গ্রাম শহর
ভয়েই মরছে যে
যুদ্ধ থেকে তাকে বাদ দে
আমরা স্থিতি থেকে
জেগেছি অস্থির জাড্যে
আয় রে সাথি আজ
জীবনযুদ্ধতে সাথ দে