Site icon BhaloBhasa

গালিব উদ্দিন মণ্ডলের কবিতা

কঙ্কাল

কঙ্কালের সাথে গল্প করতে করতে
গল্পকারও কঙ্কাল

তবু তাদের গল্পের মধ্যে
ছড়িয়ে থাকল লাবণ্য

হাড়ের সংখ্যা গোনা শেষ হলে
এসো এই শ্মশানে

আগুনে পুড়িয়ে যাব
গল্পের খাতা

চিত্রণ: চিন্ময় মুখোপাধ্যায়