কঙ্কাল
কঙ্কালের সাথে গল্প করতে করতে
গল্পকারও কঙ্কাল
তবু তাদের গল্পের মধ্যে
ছড়িয়ে থাকল লাবণ্য
হাড়ের সংখ্যা গোনা শেষ হলে
এসো এই শ্মশানে
আগুনে পুড়িয়ে যাব
গল্পের খাতা
কঙ্কালের সাথে গল্প করতে করতে
গল্পকারও কঙ্কাল
তবু তাদের গল্পের মধ্যে
ছড়িয়ে থাকল লাবণ্য
হাড়ের সংখ্যা গোনা শেষ হলে
এসো এই শ্মশানে
আগুনে পুড়িয়ে যাব
গল্পের খাতা