Site icon BhaloBhasa

মালবিকা মল্লিকের গুচ্ছ কবিতা

দ্ব্যর্থার্থ

গহীনে এক মেঘলা আকাশ থাক
যে আকাশে আঁধার জুড়ে প্রেম
অন্য আকাশে আলোর রোশনাই
ভালবাসার হোক শহুরে লেনদেন।
ভ্রান্ত ব্যাকুল উষ্ণতারা ঠোঁট মাপে
পরিযায়ী কিছু পোশাকী বুনন বেচা
বিচিত্র এই সেলুকাসের দেশে…
মৃত সরোবরও বিশঙ্ক পাহাড়ি ঝোরা।

ক্ষুধা

একটু নিরালা খুঁজছে ওরা
কাফন সরিয়ে তাই ঠিক আমার পাশে
ব্যঙ্গ করছে জনান্তিকে
একটুকরো আবাদি জমিন চায় ওরা।

ফুটপাতে চলেছে সার বেঁধে কেনাবেচা
ওরা ওদের ভবিষ্যৎ বেচে বর্তমান কিনবে
হাইরোড ওদের পলস্তারা ছাড়ানো পোড়া কাঠের মত
তবু স্বপন বুনছে ওরা ইস্তাহারে।

যন্ত্র তন্ত্র মন্ত্রের গায়ে নামাবলি চাপিয়ে ওরা আজ দাফনে যাচ্ছে
পরিবর্তন হয়ে যায় সব
ভিটেমাটি, জাত, ধর্ম, অধর্ম
শুধু ক্ষুধার কোনও শ্রেণিবিন্যাস হয় না…
ভুখা পেটের কোনও নামান্তর নেই।

রক্ষাকবচ

আজ শুধু দিয়ে যাব কিছু
আঁজলাভরে পান করাব আলো
প্রদীপ শিখায় জ্বলন্ত তুবড়ি হয়ে
আকাশভেদী নক্ষত্র হয়ে জ্বলো।

দিকভ্রান্ত সঙ্গের শক্তি অনন্ত
সোমের বলয়ে লক্ষ্যভেদী অনুষঙ্গ
কামিনী কাঞ্চন মোহের জাল অমোঘ
তবু হায়, দানের নেশায় কণ্ঠ পিপাসার্ত।

কীসের আশা, এ প্রশ্ন নিশ্চিহ্ন
জননী, জায়া, কন্যা, কোন আসনে রমণী পূজ্য?
নিশ্ছিদ্র দুর্গ গড়ব চারিপাশ
প্রণয়ী হয়ে রক্ষাকবচ হব।
প্রণয়ী আমি, তোমার রক্ষাকবচ হব…

বেবুশ্যি সতী

অগ্নিপরীক্ষা প্রতিদিন, প্রতিরাতে
আমৃত্যু বেবুশ্যি
কত টাকায় কেনা যায় তোকে?
চোখের ইশারায়, দুটো মিঠে কথা, মস্করাতে…
ডাক দাও, দেখি একবার চেখে।
সাদা ধবধবে চাদরে হয়েছে পরীক্ষা, ঠকায়নি তো সোয়ামিটাকে?
তবু অগ্নিপরীক্ষা প্রতিদিন, প্রতিরাতে।

কার সাথে শাঠ হয়েছে তলে তলে
কালনাগিনী ঢুকেছিল কি কক্ষের ছিদ্রপথ বেয়ে?
লাগাও খোঁজ
কড়া করো প্রহরা যত
মনের কানাগলিতে পরাও লোহার শিকল বা আরও মজবুত কোন ধাতুতে
সূর্যের আলো যেন না ঢোকে কারাগারে
কেউ ছুঁয়ে ফেলেনি তো আলগোছে, চোখ দিয়ে, চাঁদের আলোতে?
মনে বাসা করেনি তো পরপুরুষে?

শত পরোপকারীর সহস্র জিজ্ঞাসু দৃষ্টি
তবু হাল ছাড়েনি, সে লাইনের মেয়ে
সকলের কাছে ছুটি নিয়ে হারিয়েছে সেদিনের মেয়ে
সতী মেয়ে তার সতী মায়ের কোলে…

পূজা ও প্রেম

না বলা কথাগুলো বইয়ের ভাঁজে ছটফট করে
মুক্তি দিতে চায় নিজেদের
কতিপয় হয়তো এ ভালবাসার স্পর্শ মাখবে
লাভ কী প্রকাশে!
তবু শীতঘুম বারংবার বিদ্রোহী হয়ে ওঠে।

একলা বাতাস ধীর গতি নিয়ে এগিয়ে আসে
উন্মুক্ত করে বন্ধ বইয়ের এক একটি পাতা
চমকে ওঠে
আবিষ্কার করে নিজেকে
প্রতিটি বর্ণ, প্রতিটি শব্দ, বাক্যে,
বইয়ের প্রতিটি পাতায় যে তারই ছবিই আঁকা!

বাতাসের আজ বইয়ের সাথে আলাপন
কথা তাদের বৃষ্টি হয়ে ঝরে অধর বেয়ে
শব্দরা ভাষা হয়ে আলোকসাজ পরে
এ মিলন সাক্ষ্য দেবে শুধু দেবলোকে

চিরপ্রেমের জোয়ার আহ্নিকগতিতে

চিত্রণ: চিন্ময় মুখোপাধ্যায়