Search
Generic filters
Search
Generic filters
স্বপনকুমার ঠাকুর

স্বপনকুমার ঠাকুর

ড. স্বপনকুমার ঠাকুর পেশায় দাঁইহাট উচ্চবিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষক। নেশায় গবেষক ও অভিজ্ঞ ক্ষেত্রসমীক্ষক। গবেষণার বিষয় রাঢ় বাংলার আঞ্চলিক ইতিহাস ও লোকসংস্কৃতি। সংশ্লিষ্ট বিষয়ে মৌলিক প্রবন্ধ বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত প্রকাশিত হয়। তাঁর বাড়িতে রয়েছে রাঢ় বাংলার বিভিন্ন প্রত্নক্ষেত্র থেকে সংগৃহীত পুরাদ্রব্যের একটি ছোট সংগ্রহশালা। আঞ্চলিক ইতিহাস ও লোকসংস্কৃতি বিষয়ক গবেষণাধর্মী ‘কৌলাল’ পত্রিকার লেখক গবেষক সম্পাদক তিনি। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ : ‘বৃহত্তর কাটোয়া মহকুমার স্থাননাম ও জনপদ পরিচিতি’, ‘নিবারণ চন্দ্র চট্টোপাধ্যায়ের কাটোয়ার ইতিহাস’, ‘বৃহত্তর পাটুলির রাজ কাহিনি’ প্রভৃতি।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

নীলচাষেও টাকা ঢেলেছিলেন রবীন্দ্রনাথের পিতামহ প্রিন্স দ্বারকানাথ

দ্বারকানাথ যে সমকালীন ভারতবর্ষে একজন সফল ব্যবসায়ী, শিল্পোদ্যোগী পুরুষ ছিলেন সে তথ্য প্রখর রবি-প্রতিভার আড়ালে ঢাকা পড়ে গেছে। জাহাজ ব্যবসা, বিমা, ব্যাঙ্কিং, কয়লাখনি, নিউজ পেপার, জমিদারি, স্টিমার চালানো এবং নীলের ব্যবসাও করতেন। ১৮৩০ সালে কার (William Carr) সাহেবের সঙ্গে গাঁটছড়া বেঁধে ‘কার, টেগোর অ্যান্ড কোম্পানি’ খুলেছিলেন। ১৮৩৫ সালের আগেই শাঁখাই নীলকুঠিতে অর্থলগ্নি করেছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর তথা ‘কার, টেগোর অ্যান্ড কোম্পানি’।

Read More »