শ্রেয়া মুখার্জী
শ্রেয়া মুখার্জী বাংলাদেশের মেয়ে। বাংলাদেশের দক্ষিণ অঞ্চল বরিশাল শহর-লাগোয়া ঐতিহ্যবাহী কাশীপুরের বনেদি জমিদারগৃহে শ্রেয়ার জন্ম, ২০০৪-এর ১৬ অক্টোবর। কীর্তনখোলা নদী-অধ্যুষিত বরিশাল শহরের লাগোয়া এই স্থানটিতেই রয়েছে মহাত্মা অশ্বিনীকুমার দত্তের ভাবশিষ্য মুকুন্দদাসের কালীবাড়ি। শৈশব থেকেই শ্রেয়া নৃত্যে পারদর্শী, ছবি আঁকায় আগ্রহী, আর ডায়েরি লেখায় উৎসাহী। স্কুলজীবনেই লেখালেখিতে হাতেখড়ি। গল্প, কবিতা ও প্রবন্ধ লেখায় সমুৎসুক। ব্যাডমিন্টন খেলতে ভাল লাগে শ্রেয়ার। আর শখ বেড়ানোর। অশ্বিনীকুমার দত্ত-প্রতিষ্ঠিত সুবিখ্যাত ব্রজমোহন কলেজের ছাত্রী, ইতিহাসে অনার্স, প্রথম বর্ষ। পাশাপাশি কম্পিউটারেও প্রশিক্ষণরত। প্রিয় বই আনে ফ্রাঙ্কের ডায়েরি, রবীন্দ্রনাথের ‘শেষের কবিতা’। মহাভারতের চরিতাবলি তাঁকে আকর্ষণ করে। শিব ও শ্রীকৃষ্ণ নিয়েও কৌতূহলী শ্রেয়া। বাবা তপনচন্দ্র মুখার্জী ও মা লিপি মুখার্জী। তিন বোনের মধ্যে শ্রেয়া সবার বড়। বোনেরা শ্রুতি আর সৃষ্টি। বাড়িতে দুর্গাপূজা কালীপূজার মতো বারোমাসে তেরো পার্বণের মধ্য দিয়ে বেড়ে ওঠা। অভিজাত পারিবারিক পরিবেশ এবং নিকটজনের সঙ্গ তাঁকে গড়ে তুলতে ভূমিকা রেখেছে।