সংসারের বাইশ গজে
এই সময়টা গৃহিণীর সিরিয়াল দেখার সময়, রাত্রে বেশ কয়েকটা সিরিয়াল ছেলের টিউশন চলার কারণে দেখতে পায় না, সেগুলো সকালে দেখে পুষিয়ে নেয়। তাই বেল বাজিয়ে দরজার সামনে অপেক্ষা করতে হবে, বিজ্ঞাপনের বিরতিতেই দরজা খুলবে শুধু। আজ বেশ অবাক করেই মাত্র একবার বেল বাজাতেই দরজা খুলল সুধা, সকালের মেঘলা আকাশ ধুয়েমুছে সাফ, হাসিমুখ, গদগদ মন। দরজা খুলেই একমুখ হাসি হেসে সুধা বলল, আর বোলো না, সব জারিজুরি শেষ, আজ সান্টু দিয়েছে তার শ্বশুরের মাথায় রিভলবার ঠেকিয়ে!