অনন্ত মই
পাগল তাকে বানাল কে, গাছ নাকি ওই গাছের বাকল
বোকার মতন অধর, ওষ্ঠে হাসির ঝিলিক বেদম কাঁচা
দণ্ড কাঁধে আজন্মকাল, পাতার ফাঁকে ঊর্ধ্বনয়ন
হদ্দ একা বাদাড়মুখো, শেকড়-বাকড়, লতায়-পাতায়
দিব্বি জীবন। আলোর অসুখ বুকের খাঁচায় আটকে রেখে
কঠিন হরফ দুঃখ ভোলে। বাঁধবে খোঁটায় অনন্ত মই
সিদ্ধিতে তাই সারা সকাল গণিতমুকুল গাছের কাছে
উদ্ধত শির, মৌন পাথর, দু’হাত তুলে ছড়িয়ে আছে
অবিচ্ছিন্ন নদীর নাকাল, মাতাল আদুর গন্ধে
শিশুর মতো টলোমলো সারা সকাল-সন্ধে
চিত্রণ: ক্রিস্তিনা সাহা





